সিলেট ভুমি ডেস্ক::
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩ জন চাকমা নওমুসলিমকে আর্থিক সহযোগিতা দিয়েছে আনজুমানে খেদমতে কুরআন সিলেট। বুধবার সন্ধ্যায় নগরীর কুদরত উল্লাহ মার্কেটে তাদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন- আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহ-সভাপতি মুকতাবিস-ঊন-নূর। এসময় উপস্থিত ছিলেন- আনজুমানের সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীন ও সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল মুকিত।
উল্লেখ্য- ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণকারীরা হলেন- খাগড়াছড়ি জেলার বাসিন্দা ৩ চাকমা মো: ওমর ফারুক (পুর্বের নাম সুরেশ চাকমা), মোহাম্মদ আলী (পুর্বের নাম সনজীব বিকাশ চাকমা) ও মোঃ আবু বকর (পুর্বের নাম জ্ঞান জ্যোতি চাকমা)।
নওমুসলিমগণ বলেন- ইসলাম ধর্ম গ্রহণ করায় পরিবার ও সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে তাদেরকে আর্থিক সমস্যার সম্মূখীন হতে হচ্ছে। এমতাবস্থায় আনজুমানের আর্থিক অনুদান তাদের কর্মসংস্থান সৃষ্টিতে হবে। বিজ্ঞপ্তি