মৌলভীবাজার প্রতিনিধি:
বিগত ১৬ বছরে মৌলভীবাজার ৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ কতৃক বহু হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। এমনকি বছরে একবার এসে নিজ এলাকায় শান্তিমতো ঈদ পর্যন্ত পালন করতে পারিনি। দেখা করতে পারিনি আমার এলাকার জনগণের সাথে। আমার জনপ্রিয়তা দেখে উপাধ্যক্ষ আব্দুস শহীদ আমার উপর মিধ্যা মামলা দিয়ে আমাকে জনগণের কাছ থেকে দুরে সরিয়ে রেখে ছিলেন।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।
এসময় হাজী মুজিব বলেন, এই উপাধ্যক্ষ আব্দুস শহীদ বাহিনী ধারা আমার ইফতার পার্টির মঞ্চ ভেঙ্গে পন্ড করে দিয়েছিল ইফতার মাহফিল। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন স্থানে আমার কর্মসুচি পন্ড করে দেয় শহীদ বাহিনী। এিমনকি আমার প্রতিষ্টিত স্কুল কলেজ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে হয়রানি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল।
তিতি বলেন, এখন আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শান্তিমতো মতপ্রকাশ করতে পারছি। সাংবাদিকদের সাথে খোলামেলা মতবিনিময়সহ দলীয় কর্মসুচি পালন করতে পরছি। যা গত ১৬ বছর করতে পারিনি।
এসময় তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়নে ভুমিকা রাখতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. তাজু উদ্দিন তাজু, কমলগঞ্জ বিএনপির সাবেক সভাপতি মো. দুরুদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমদ, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, পৌর বিএনপির সাবেক আহ¦ায়ক জয়নাল চৌধুরী, উপজেলা যুবদল সভাপতি মহিউদ্দিন জারু, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব মো. শাহ মোচ্ছাবির আলী মুন্না প্রমুখ। এছাড়াও দলের অঙ্গসংঘঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।