দীর্ঘ বিরতির পর সোপান শিশুদের সংস্কৃতি বিকাশ কেন্দ্র মিরাবাজার সিলেট’র নৃত্য বিভাগ পুণরায় শুর হয়েছে। করোনা ও স্থানের অভাবে সোপানের নৃত্য বিভাগ বন্ধ ছিল। সংস্কৃতির অবিচ্ছেদ অঙ্গ নৃত্য। নৃত্য ছাড়া সাংস্কৃতিক পরিমন্ডল পরিপূর্ণ হয় না। এসব দিক বিবেচনায় এবং অভিভাবকদের উৎসাহে সোপান আবারও নৃত্য বিভাগ শুরু করেছে।
গতকাল বিকেল ৩টায় নৃত্য বিভাগের প্রথম ক্লাস ও উদ্বোধনী অনুষ্ঠান সোপান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোপানের সিনিয়র সহ-সভাপতি শ্রীপদ ভট্টাচার্য ক্লাশের শুভ-উদ্বোধন ঘোষনা করেন। সোপানের নির্বাহী সভাপতি মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাপসী চক্রবর্তী লিপির সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্যামল চন্দ্র দে, তপন চৌধুরী, আহমেদুর রশীদ রিপন, হিল্লোল পুরকায়স্থ টিপু প্রমুখ। অভিবাবক ও ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতি শুক্রবার বিকেল ৩টায় ক্লাস শুরু হবে। ভর্তি ইচ্ছুক আগ্রহী ছাত্র-ছাত্রীদের অফিস চলাকালীন সময়ে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জহুরুল ইসলাম
নির্বাহী সম্পাদক : এম মুসলিম চৌধুরী
Copyright © 2024 সিলেট ভূমি ২৪. All rights reserved.