নিজস্ব প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ব্যবসায়ীর বাসার ঠাকুর ঘর থেকে একটি পাতি বেত আঁচড়া সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার (২২ জুন) সকালে শহরতলীর রুপসপুর এলাকার এক বস্ত্র ব্যবসায়ীর বাসায় ঠাকুর ঘরে সাপটিকে দেখে বাসার সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে সাপটিকে উদ্ধার করতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ওই বাসায় গিয়ে ঠাকুর ঘরের ভিতর থেকে পাতি বেত আঁচড়া সাপটিকে উদ্ধার করেন। এসময় পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ উপস্থিত ছিলেন।
সজল দেব জানান, উদ্ধার করা সাপটি একটি পাতি বেত আঁচড়া প্রজাতির। এটি নিরিহ প্রজাতির একটি সাপ। এই সাপ মাটি এবং গাছে বসবাস করতে পারে। বেত আঁচড়া সাপ দক্ষিণ ভারত এবং হিমালয়ের পাদদেশে বেশি দেখা যায়। উদ্ধারকৃত সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কতৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে।