বিশেষ প্রতিবেদক:
মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (৩ জুলাই) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাাটিনাম জয়ন্তী) উপলক্ষে জেলা যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্টিত হয়। জেলা যুবলীগের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেছার আহমদ।
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি নেছার আহমদ বলেন, যুবলীগ হচ্ছে একটি মেধাসম্পন্ন সংগঠন, রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষমতাসম্পন্ন সংগঠন। শিক্ষিত ও সাধারণ মানুষকে নিয়ে গঠিত সংগঠন। এখানে কোনো অনুপ্রবেশকারী, দুষ্কৃতকারী, দুর্নীতি ও ক্যাসিনোবাজদের ঠাঁই হবে না। যুবলীগ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, তিনি মৌলভীবাজার জেলা যুবলীগের সকল কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন।’
জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি মুজিবুর রহমান, মহিউদ্দিন চৌধুরী ফহিম , শেখ রুমেল আহমদ ও অ্যাডভোকেট গৌছউদ্দিন নিক্সন, হাবিবুর রহমান রাজীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সদস্য মো. তাজুল ইসলাম, সাবেক সহসম্পাদক ও ইউপি সদস্য শামীম আহমেদ প্রমুখ।