সংবাদ শিরোনাম :
দূর থেকে দেখলে মনে হয় যেন ফুলের বিছানা শ্রীমঙ্গলে কৃষকদলের মহা সমাবেশ কোন আর্থিক সহযোগিতা ছাড়াই পালিত হবে মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস শ্রীমঙ্গলে ২দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন সিলেটজুড়ে একাধিকচক্র মেতে উঠেছে মামলা-বাণিজ্যে হয়রানীর শিকার নিরীহ-অসহায় মানুষ তারেক জিয়ার পিপিই বিতরন করায় শ্রীমঙ্গল প্রেসক্লাব সম্পাদককে বহিষ্কার, ৫ বছর পর ৫৭ জনের বিরুদ্ধে মামলা শ্রীমঙ্গলে মাদকের আস্তানা থেকে নগদ টাকা ও মাদকসহ আটক ৩ মৌলভীবাজারে এডাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে আটক ৩ চা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন বিএনপি নেতা হাজী মুজিব মৌলভীবাজার বিএনপির আহ্বায়ক কমিটির সভা, বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা
দক্ষিণ সুরমা ক্কীন ব্রীজের নিচে মহানগর ডিবি’র অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১১ জুয়ারী গ্রেফতার।

দক্ষিণ সুরমা ক্কীন ব্রীজের নিচে মহানগর ডিবি’র অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১১ জুয়ারী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক :

আজ ৩০ মে ২০২৪ খ্রিঃ সময় অনুমান ০৪.৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি দক্ষিণ সুরমা ক্কীন ব্রীজের নিচে অপরাধমুলক জুয়ার বোর্ড শীলং তীর খেলারত অবস্থায় অভিযান পরিচালনা করে মহানগর ডিবি পুলিশের চৌকুস একটি টিম এসময় জুয়া খেলারত অবস্থায় মোট ১১ জনকে আটক করে দক্ষিণ সুরমা থানায় সুপর্ধ করা হয়।আটককৃতরা হল

১. নিজাম উদ্দিন (৪০)
২. জনি রিষি (২০)
৩. মন্তু মিয়া (২৯)
৪. লায়েক মিয়া (২০)
৫. রুবেল মিয়া (২৮)
৬. শাহিন মিয়া (৩৭)
৭. আব্দুল মোতালেব (৪৫)
৮. নজরুল ইসলাম (৩৫)
৯. সাইফুল ইসলাম (২৭)
১০. পাপলু মিয়া (৪০)
১১. জহিরুল ইসলাম (৪০)
জুয়ার বোর্ড থেকে গ্রফেতার করে এসএমপি দক্ষিণ সুরমা থানায় নন এফআইআর পক্রিয়াধীন, ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫, পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। মহানগর ডিবি পুলিশের অভিযানে জুয়ারীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মহানগর ডিবি পুলিশের এডিসি শাহরিয়ার আল মামুন।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ সিলেট ভূমি ২৪