মিরপুর টেস্টে প্রোটিয়াদের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা।
বাংলাদেশের দেওয়া ১০৬ রানের মামুলি লক্ষ্য ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের বলে সরাসরি বোল্ড হন এইডেন মার্করাম। টনি ডি জর্জির সঙ্গে ৪২ রানের জুটি গড়ে ব্যক্তিগত ২০ রানে আউট হন এই ওপনার। এরপর জর্জি (৪১) ও ডেভিড বেডিংহ্যামকেও (১২) ফেরান তাইজুল। কিন্তু আর কোনো বিপদ হতে দেননি ট্রিস্টান স্টাবস। ৩৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।
বাংলাদেশ বোলারদের মধ্যে তাইজুল ৩টি উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে এই স্পিনার ৫ উইকেট দখল করেন।
আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটির চতুর্থ দিন প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে গতকাল দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রানে দিন শেষ করে বাংলাদেশ। মিরাজ ৮৭ ও নাঈম হাসান ১৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন।
আজ মাঠে নেমে অবশ্য ৪.৫ ওভার পর্যন্ত টিকতে পারে বাংলাদেশ। সেই ১৬ রানেই কাগিসো রাবাদার বলে এলবি হন নাঈম। উইয়ান মুল্ডারের বলে ফেরেন তাইজুল ইসলাম। তবে মিরাজ সেঞ্চুরির খুব কাছে গিয়ে রাবাদার বলে আউট হন। ১৯১ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৯৭ করে স্লিপে ক্যাচ দেন তিনি।
প্রোটিয়া বোলারদের মধ্যে রাবাদা সর্বোচ্চ ৬টি উইকেট পান। আর কেশভ মাহারাজ ৩টি উইকেট দখল করেন।
এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যায়। জবাবে ৩০৮ রান করেছিল দ. আফ্রিকা।
আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।