সংবাদ শিরোনাম :
দূর থেকে দেখলে মনে হয় যেন ফুলের বিছানা শ্রীমঙ্গলে পুকুর খননে বাধা দেওয়ায় দুর্বৃত্তের হামলায় আহত ২ শ্রীমঙ্গলে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত বাংলাদেশ উদ্যোক্তা ও যুব কার্নিভাল অ্যাওয়ার্ড পেলেন শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী মো ইমতিয়াজ কামরান তালুকদার সংখ্যালঘু শব্দটি আমরা ব্যবহার করতে চাইনা: পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন কমলগঞ্জে ডিবির অভিযানে মাদকসহ আটক ১ শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত আসামি আটক এসএমপি পুলিশ কমিশনার সাথে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শ্রীমঙ্গলে শিক্ষা প্রতিষ্ঠানে সামনে ময়লার ভাগাড় অন্যত্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে বাংলাদেশের আলো পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাচন সম্পন্ন
গোলাপগঞ্জে এমপি নাহিদকে প্রধান আসামীকরে দুটি হত্যা মামলা দায়ের।

গোলাপগঞ্জে এমপি নাহিদকে প্রধান আসামীকরে দুটি হত্যা মামলা দায়ের।

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবি এবং সন্ত্রাসীদের গুলিতে নিহত নাজমুল ও মিনহাজের পরিবারের পক্ষ থেকে গোলাপগঞ্জ মডেল থানায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গত রবিবার (২৫আগস্ট) রাতে নিহত নাজমুলের স্ত্রী খাদিজা মাহিনুর বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং -১০ / ২৫-০৮-২০২৪ ইংরেজি। অপর মামলা মামলার বাদী নিহত মিনহাজের ভাই সাঈদ আলম। মামলা নং ১১/ ২৬-০৮-২৪ ইংরেজি।
বিজ্ঞাপন

এ দুটি মামলার এজহারে সাবেক সংসদ সদস‌্য নুরুল ইসলাম না‌হিদকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও প্রশাসনের ১৭৪ জনের নাম উল্লেখ করা হয়। এবং অজ্ঞাত ২০০/২৬০ জনকে আসামি করা হয়েছে।

এ-দুটি মামলা থানায় রেকর্ডের বিষয়টি জি ভয়েস টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের। এদুই মামলা সহ এখন পর্যন্ত তিনটি হত্যা মামলা থানায় রেকর্ড হয়েছে।

উল্লেখ‌্য, হাসিনা সরকার পতনের আগের দিন (৪ আগস্ট) গোলাপগঞ্জ উপজেলা জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবি এবং সন্ত্রাসীদের গুলিতে নাজমুল ও মিনহাজ সহ আরও ৪ জন নিহত হন। এছাড়াও সিলেটে পুলিশেত গুলিতে গোলাপগঞ্জের আরেকজন নিহত হন।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ সিলেট ভূমি ২৪