নিজস্ব প্রতিবেদক:
কোন প্রকার আর্থিক সহযোগিতা ছাড়াই এবার পালিত হবে মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস।
বুধবার (২০ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আযোজিত বিজয় দিবসের প্রস্তুতি সভায় প্রস্তুতি সভায় মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন জানান, সরকারিভাবে যে অর্থ আসবে সেই অর্থই নির্ধারিত কাজের জন্য ব্যয় করা হবে। তিনি বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে এম সাইফুর রহমান অডিটোরাম প্রাঙ্গনে মেলার আয়োজন করা হবে এবং অডিরিয়াম প্রাঙ্গনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আহবায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বাংলার দিন সম্পাদক বকশী ইকবাল আহমদ, সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মো. ইয়ামির আলী, জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল আহমদ বেলাল, ইতেফাক প্রতিনিধি নজরুল ইসরাম মুহিব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জহুরুল ইসলাম
নির্বাহী সম্পাদক : এম মুসলিম চৌধুরী
Copyright © 2024 সিলেট ভূমি ২৪. All rights reserved.