নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের নব নির্মিত ছয়তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপ চাঁন কানু সভাপতিত্বে ভবন উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপাধ্যক্ষ প্রফেসার রফি আহমদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন খান,,শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, প্রফেসার সায়্যীদ মুজীবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চোরম্যান মিতালী দত্ত, সরকারি কলেজ শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ, ভবন উদ্বোধন কমিটির আহ্বায়ক সুদর্শন শীল।