1. admin@sylhetbhumi24.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্টিত মৌলভীবাজার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির স্মারকলিপি প্রদান শ্রীমঙ্গলে অসচ্ছল ৬ চা শ্রমিক সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিলেন ইউএনও মৌলভীবাজারে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্টাবার্ষিকী উদযাপন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য বৃন্দের সাথে মতবিনিময় করেন ডাঃ দুলাল শ্রীমঙ্গলে পৌর আ,লীগের ওয়ার্ড কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত বড়লেখায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্টানকে জরিমানা শ্রীমঙ্গলে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণদের বৈঠক আড্ডা সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন গোলাপগঞ্জের মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম নাতে রাসুল প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জনকারী হাসনাইনকে সংবর্ধনা

শ্রীমঙ্গলে স্যানিটেশন পরিসেবাসমূহের নিরাপদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

সিলেট ভূমি ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি,শ্রীমঙ্গল:
নগরব্যাপী অন্তর্ভূক্তিমূলক স্যানিটেশন ও স্যানিটেশন পরিসেবাসমূহের নিরাপদ ব্যবস্থাপনা বিষয়ে সুশীলসমাজ ও সংগঠন সমূহের সমন্বিত কন্ঠস্বর জোরদার করতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
রবিবার বিকেলে শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটরিয়ামের সেমিনার হলে এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. কাজী আব্দুল করিম।
দাতা সংস্থা বিল এ্যান্ড মেলিন্ডা গেটস্ ফাউন্ডেশন-এর আর্থিক সহায়তায়, ফ্রেসওয়াটার অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া (ফানসা) ও এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় ”রাইজিং ফর রাইটস্ ফর ষ্ট্রেনদেনিং সিভিল সোসাইটি নেটওয়ার্ক ইন সাউথ এশিয়া টু এচিভ এসডিজি৬” প্রকল্পের আওতায় স্থানীয় উন্নয়ন সংস্থা ম্যাক বাংলাদেশ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
ম্যাক বাংলাদেশ নির্বাহী পরিচালক এস এ হামিদ জানান, টেকসই উন্নয়ন অভিষ্ট-৬ (এসডিজি৬) বাস্তবায়নে সরকার ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহকে সহযোগিতা ও নাগরিক সমাজের সক্ষমতা শক্তিশালী করণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।
দুদিন ব্যাপী এ প্রশিক্ষণে শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলরগন, ডিপিএইচই প্রতিনিধি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারী দপ্তর প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রতিনিধি, ওয়াশ কর্মী, হরিজন সম্প্রদায় প্রতিনিধি, ওয়াশ চ্যাম্পিয়ন, কমিউনিটি নারী নেতৃবৃন্দ, সাংবাদিক, সিবিও/ সিএসও এবং ইয়ুথ সেচ্ছাসেবক সংগঠনের সদস্য বৃন্দ অংশগ্রহণ করেন। এ ছাড়াও সভায় ফানসা বাংলাদেশ নেটওয়ার্কের কর্মকর্তাসহ বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় ম্যাক বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক এস. এ. হামিদ এর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সচিবালয় এসকেএস ফাউন্ডেশন এর প্রকল্প সমন্বয়কারী শংকর কুমার রায়, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, প্যানেল মেয়র-৩ পারভীন আক্তার, কাউন্সিলর মো. ছাদ উদ্দিন, কউন্সিলর চয়ন রায়, কাউন্সিলর মো. হানিফ চৌধুরী, উন্নয়ন কর্মকর্তা পংকজ ঘোষ দস্তিদার, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হেসেন ও উপজেলা মহিলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক রীনা সরকার।
সভায় বক্তরা বলেন, পর্যটন নগরী শ্রীমঙ্গল পৌরসভার স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। ইতিমধ্যেই এর উন্নয়ন কল্পে পৌর এলাকায় বেশ কিছু কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে শনিবার সকালে এই কর্মশালার উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র মো. কাজী আব্দুল করিম।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর