1. admin@sylhetbhumi24.com : admin :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার বর্ণাঢ্য আয়োজনে ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২৫ বছর পূর্তি উদযাপন____ শ্রীমঙ্গল হযরত শাহজালাল (র:) কেজি স্কুলের মিলাদ মাহফিল মৌলভীবাজার ২টি আসনে ২জনের স্থগিত ও ১ জনের বাতিল শ্রীমঙ্গলে জগন্নাথ সেবা সংঘের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান শ্রীমঙ্গল বাইক্কাবিলে অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ মৌলভীবাজারে ডিবির অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২ ঠান্ডা কম পড়ায় জমে উঠেনি শ্রীমঙ্গলে শীতের কাপড় বেচা-বিক্রি বিশ্ব উদ্যোক্তা দিবসে শ্রীমঙ্গলে উদ্যোক্তাদের পিঠা মেলা

শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধ গড়ে না উঠলে যৌন হয়রানী ও নিপীড়ন বন্ধ হবে নাঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

সিলেট ভূমি ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যৌন হয়রানী ও যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের উদ্যোগে তিন দিন ব্যাপী ‘যৌন হয়রানী, নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতা রোধে জন সচেতনতা মূলক পোস্টার প্রদর্শনী’ শুরু হয়েছে আজ ১৭ অক্টোবর মঙ্গলবার। সকাল ১০ টায় একাডেমিক ভবনের তৃতীয় তলায় ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ডিন প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা, রেজিস্ট্রার তারেক ইসলাম, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোঃ মাহফুজুল হাসান, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মোঃ ইমরান উদ্দিন, সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ রানা, আইকিউএসির অতিরিক্ত পরিচালক দেবাশিষ রায়, প্রভাষক সৈয়দা নাজমুর শিয়া মুনা, ব্যবসা প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক জেসি সাহা, প্রভাষক মুনমুন দেবনাথ, যৌন হয়রানী ও যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের আহবায়ক ড. রমা ইসলাম, সদস্য সানজিদা চৌধুরী, সদস্য মিতু আক্তার, প্রমূখ উপস্থিত ছিলেন। পরে ভাইস চ্যান্সেলর ও অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির যৌন হয়রানী ও যৌন নিপীড়ন প্রতিরোধ সেল যৌন হয়রানী, নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে শিক্ষার্থীদের মাঝে এক পোস্টার অংকন প্রতিযোগিতার আয়োজন করে। শতাধিক প্রতিযোগীর আঁকা পোস্টার থেকে নির্বাচিত পোস্টারসমূহ নিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে এ প্রদর্শনীর আয়োজন বলে জানান যৌন হয়রানী ও যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের আহবায়ক ও ইংরেজী বিভাগের প্রধান ড. রমা ইসলাম।
প্রদর্শনীর উদ্বোধনকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, যৌন হয়রানী, নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতা স্থানীয় বা জাতীয় কোনো প্রপঞ্চ নয়; বরং বৈশ্বিক প্রপঞ্চ। উন্নত, স্বল্পোন্নত, অনুন্নত সকল দেশেই নারীরা কোন না কোন ভাবে যৌন হয়রানী, নিপীড়ন ও সহিংসতার শিকার হন। নারীদের অধিকারের ব্যাপারেও এক প্রকার উদসীনতা দেখা যায়। অথচ নারীর অধিকার হচ্ছে মানবাধিকার। পারস্পরিক শ্রদ্ধা, সহিষ্ণুতা ও মানবিক মূল্যবোধ গড়ে না উঠলে যৌন হয়রানী, নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে না। তিনি আরো বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে ও বিশ্ববিদ্যালয় পরিবহনে যৌন হয়রানী, নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতার ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর