1. admin@sylhetbhumi24.com : admin :
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ভাগনী-ভাগিনার শেষ পরীক্ষার আনন্দে স্কুলে হাতি নিয়ে হাজির মামা শ্রীমঙ্গলে শুরু হয়েছে সাংবাদিক বিকুল চক্রবর্তীর মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনী কমলগঞ্জে নৌকা মার্কার সমর্থনে যুবলীগের বর্ধিত সভা মোমবাতি প্রজ্বলন করে একাত্তরের বীর শহীদদের স্মরণ মৌলভীবাজার ও রাজনগরকে ডিজিটালে রূপান্তর করবেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের ৬ ডিসেম্বর হানাদারমুক্ত হয় মৌলভীবাজারের ৪ উপজেলা শ্রীমঙ্গলে আবাসিক হোটেলে হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার বর্ণাঢ্য আয়োজনে ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২৫ বছর পূর্তি উদযাপন____

শিব প্রসাদ সেন ছিলেন মনস্বী অধ্যাপক ও আদর্শবান ব্যক্তিঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

সিলেট ভূমি ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “শিক্ষার প্রতি প্রফেসর শিব প্রসাদ সেনের আজীবন প্রতিশ্রুতি এবং একাডেমিক সম্প্রদায়ের ওপর তার উল্লেখযোগ্য প্রভাব সবসময় অনুরণিত হবে। তিনি একটি উত্তরাধিকার রেখে গেছেন যা শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য আমাদের সকলকে চেষ্টা করতে অনুপ্রাণিত করে। তিনি কৃতী ছাত্র ছিলেন, ছিলেন মনস্বী অধ্যাপক, দক্ষ প্রশাসক এবং আদর্শবান ব্যক্তিত্ব। তাঁর আদর্শ সঠিকভাবে অনুসরণ করলে তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।” আজ ১৮ অক্টোবর বুধবার সকাল ১০ টায় প্রফেসর এম. হাবিবুর হলে প্রয়াত প্রো ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিব প্রসাদ সেন স্মরণে আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক উপর্যুক্ত কথাগুলো বলেন।
ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে ও রেজিস্ট্রার তারেক ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক। বক্তব্য রাখেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর চৌধুরী এম. মোকাম্মেল ওয়াহিদ, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ছাত্র কল্যাণ উপদেষ্ঠা ড. এম জেড আশরাফুল, আইকিউএসির অতিরিক্ত পরিচালক দেবাশীষ রায়, ডেপুটি রেজিস্ট্রার মিহিরকান্তি চৌধুরী, প্রমূখ।
বক্তারা প্রফেসর শিব প্রসাদ সেনের অসাধারণ জীবন ও অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন। প্রয়াত ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য, ৫০ বছরেরও বেশি সময়ব্যাপী কর্মজীবনে প্রফেসর শিব প্রসাদ সেন বাংলাদেশের বিভিন্ন খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান এবং প্রশাসনিক ক্ষমতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি সিলেট সরকারি মহিলা কলেজ, হাজী মুহম্মদ মহসিন কলেজ, এমসি কলেজে শিক্ষকতা করে সর্বশেষ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ হিসেবে সরকারি চাকুরী থেকে অবসর গ্রহন করেন। পরে ২০০৩ সালে প্রফেসর সেন সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে কোষাধ্যক্ষ ও প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময় তিনি ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন। গত ১৭ অক্টোবর ৭৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর