শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
শ্রীমঙ্গলে হরতালে আইন-শৃঙ্খলা পরিস্থতি নিয়ন্ত্রন,জান-মালের নিরাপত্তা রক্ষা ও শ্রীমঙ্গল রেল স্টেশনে নাশকতা ঠেকাতে কড়া নিরাপত্তায় পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যেও পাশাপাশি ২৪ ব্যাটালিয়ন কালাপুর আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
রোববার (২৯ আক্টোবর) বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ ও সাধারন জনগনের জান-মালের নিরাপত্তায় শ্রীমঙ্গল শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলওয়ে স্টেশনে নিরলস দায়িত্ব পালন করেছেন ২৪ আনসার ব্যাটালিয়ন সদস্যরা।
রেঞ্জ কমান্ডার (অতিরিক্ত দায়িত্ব) আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জ মুহাম্মদ মেহেদী হাসান বিএএম, পিএএমএস এর সার্বিক তত্ত্বাবধানে ও সার্কেল অ্যাডজুট্যান্ট ও কোম্পানী কমান্ডার ইসমাইল হোসেন এর নেতৃত্বে ১ প্লাটুন আনসার সদস্য ও ৫ নং কালাপুর ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেতা মনছুর আহমদ রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালন করেন। গত শনিবার রাতে কুলাউড়া রেলওয়ে স্টেশনের অদূরে রেল লাইনে দূস্কৃতিকারীদের অগ্নিসংযোগের কারণে রেল সড়ক ও রেলওয়ে স্টেশনগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করে প্রশাসন।