1. admin@sylhetbhumi24.com : admin :
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ভাগনী-ভাগিনার শেষ পরীক্ষার আনন্দে স্কুলে হাতি নিয়ে হাজির মামা শ্রীমঙ্গলে শুরু হয়েছে সাংবাদিক বিকুল চক্রবর্তীর মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনী কমলগঞ্জে নৌকা মার্কার সমর্থনে যুবলীগের বর্ধিত সভা মোমবাতি প্রজ্বলন করে একাত্তরের বীর শহীদদের স্মরণ মৌলভীবাজার ও রাজনগরকে ডিজিটালে রূপান্তর করবেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের ৬ ডিসেম্বর হানাদারমুক্ত হয় মৌলভীবাজারের ৪ উপজেলা শ্রীমঙ্গলে আবাসিক হোটেলে হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার বর্ণাঢ্য আয়োজনে ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২৫ বছর পূর্তি উদযাপন____

মৌলভীবাজার শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা

সিলেট ভূমি ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ১৪ জন ব্যক্তি ও একটি সংগঠন কে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি ভবনে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান, পৌর মেয়র  মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এমদাদুল হক মিন্টু।

সৃজনশীল সংগঠন সম্মাননা পেয়েছেন, ঐক্যতান শিল্পী গোষ্ঠী (২০১৯), সংগঠক শাখায় কমলকলি চৌধুরী রকেট (২০২০) ও স্থিরচিত্র শিল্পী হিসাবে রণজিৎ দত্ত জনি (২০২১)।

২০১৯ সালের অন্য সম্মাননা পেয়েছেন সৃজনশীল সংস্কৃতি গবেষক সৈয়দ মোহিবুল আমীন, নাট্যকলায় নাট্যকার আব্দুল মতিন, কণ্ঠসংগীতে তৃপ্তা চক্রবর্তী, লোকসংস্কৃতিতে রামকৃষ্ণ সরকার, আঞ্চলিক সৃজনশীল সংগঠক হিসেবে কমলকলি চৌধুরী রকেট।

২০২০ সালের সম্মাননা লোকসংস্কৃতিতে গীতশ্রী চন্দ্রমোহন সিংহ, নাট্যকলায় মীর লিয়াকত আলী, কণ্ঠসংগীতে গৌরহরি চ্যাটার্জি, চলচ্চিত্রে গোলাম কবির ও সৃজনশীল আঞ্চলিক সংগঠন হিসেবে ঐক্যতান শিল্পী গোষ্ঠী।

২০২১ সালের জন্য লোকসংস্কৃতিতে সম্মাননা মো. সিরাজ উদ্দিন, নাট্যকলায় তপন চৌধুরী, সৃত্যকলায় প্রদীপ চন্দ্র নাহা, কণ্ঠসংগীতে আয়াজ বাঙ্গালী ও স্থিরচিত্র শিল্পী হিসাবে (ফটোগ্রাফি) রণজিৎ দত্ত জনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর