নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখা ও কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে বড়লেখা থানা পুলিশের অভিযানে বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকা থেকে ২৩ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি মিশন কান্তি দাস (৩৩)কে গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়াও জেলার কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি মদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, রাখাল মৃধা (২০) ও ছোটন ছত্রী (৩০)। পুলিশ গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত তিন মাদক কারবারির রিরুদ্ধে বড়লেখা ও কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।