1. admin@sylhetbhumi24.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির স্মারকলিপি প্রদান শ্রীমঙ্গলে অসচ্ছল ৬ চা শ্রমিক সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিলেন ইউএনও মৌলভীবাজারে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্টাবার্ষিকী উদযাপন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য বৃন্দের সাথে মতবিনিময় করেন ডাঃ দুলাল শ্রীমঙ্গলে পৌর আ,লীগের ওয়ার্ড কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত বড়লেখায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্টানকে জরিমানা শ্রীমঙ্গলে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণদের বৈঠক আড্ডা সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন গোলাপগঞ্জের মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম নাতে রাসুল প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জনকারী হাসনাইনকে সংবর্ধনা শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগানে প্রকল্প পরিদর্শনে নেদারল্যান্ডের প্রতিনিধি দল

ভাঙা থেকে ১২০ কিলোমিটার গতিতে ছুটলো ট্রেন

সিলেট ভূমি ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মাওয়ার প্রান্তে ১২০ কিলোমিটার গতিতে ছুটলো পরীক্ষামূলক ট্রেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি ৬০ কিলোমিটার বেগে ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ বিষয়ে পদ্মা রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সহকারী প্রকৌশলী মো. শাদমান শাহরিয়া বলেন, সকাল সাড়ে ৭টার দিকে আন্তঃনগর ট্রেন ৬০ কিলোমিটার বেগে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। একই ট্রেনটি সকাল সাড়ে ৯টার সময় ৮০ কিলোমিটার বেগে মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসে।

এরপর সকাল ১০টা ৪০ মিনিটে ভাঙ্গা থেকে মাওয়া উদ্দেশ্যে ১০০ কিলোমিটার বেগে ছেড়ে যায়। বেলা সাড়ে ১১টার সময় ভাঙ্গার উদ্দেশ্যে ১২০ কিলোমিটার বেগে ট্রেনটি ট্রায়াল রান করানো হয়। পরপর দুদিন এভাবে চালানো হবে।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার এম শাজাহান জানান, ট্রেনটি ঈশ্বরদী থেকে রাতেই ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে পৌঁছায়। ভাঙ্গা ঢাকা রেলপথ ও পদ্মা রেলওয়ে ব্রিজের ওপর দিয়ে যাত্রীবাহী ট্রেন ও পণ্যবাহী ট্রেন গতি পরীক্ষার জন্য ট্রায়াল দেয়া হয়। প্রথম ট্রায়ালে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে, দ্বিতীয় ট্রায়ালে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে, তৃতীয় ট্রায়ালে সর্বোচ্চ ১০০ কিলোমিটার ও সর্বশেষ ১২০ কিলোমিটার গতিতে চলাচল করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর