1. admin@sylhetbhumi24.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্টিত মৌলভীবাজার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির স্মারকলিপি প্রদান শ্রীমঙ্গলে অসচ্ছল ৬ চা শ্রমিক সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিলেন ইউএনও মৌলভীবাজারে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্টাবার্ষিকী উদযাপন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য বৃন্দের সাথে মতবিনিময় করেন ডাঃ দুলাল শ্রীমঙ্গলে পৌর আ,লীগের ওয়ার্ড কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত বড়লেখায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্টানকে জরিমানা শ্রীমঙ্গলে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণদের বৈঠক আড্ডা সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন গোলাপগঞ্জের মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম নাতে রাসুল প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জনকারী হাসনাইনকে সংবর্ধনা

বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক সোহেল ও পলাশকে নিয়ে আনন্দ আড্ডা

সিলেট ভূমি ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ বার পঠিত

 

বিয়ানীবাজার  প্রতিনিধি:

 

সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে সংগঠনের সিনিয়র সদস্য ও অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি এনায়েত হোসেন সোহেল এবং ক্রীড়া সম্পাদক শিপার আহমদ পলাশকে নিয়ে আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত আনন্দ আড্ডায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বশীলসহ পেশাজীবি সংগঠনের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

এনায়েত হোসেন সোহেল ফ্রান্স প্রবাসী সাংবাদিক এবং আইঅন টিভির বিশেষ প্রতিনিধি।

 

শিপার আহমদ পলাশ কালের কন্ঠ’র প্রতিনিধি এবং কানাডা ভ্রমণে যাচ্ছেন।

 

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডায় বক্তারা বলেন, দেশপ্রেমকে পূঁজি করে সমাজ বিনির্মাণে প্রত্যেক শ্রেণী পেশার মানুষকে কল্যাণমুলক কাজে এগিয়ে যেতে হবে। সবকিছুর উর্ধ্বে দেশ-এই প্রতিপাদ্যকে লালন করে গণমাধ্যম কর্মীদের মানবিক প্রচারণায় আত্মনিয়োগ করতে হবে। বক্তারা আরো বলেন, প্রবাসীরা আমাদের রাষ্টের দূত। তারা দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করছেন। প্রবাসে যারা সাংবাদিকতা করছেন তারা বহির্বিশ্বে রাষ্ট্রকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আলোর মশাল হাতে নিয়েছেন। এই অগ্রযাত্রা মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে শুরু হয়েছে।

বক্তারা বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের প্রশংসা করে বলেন, এই জনপদের সকল সৃজন কর্মে সাংবাদিকদের ছোঁয়া রয়েছে। তাঁদের লেখনীতে প্রশাসন, জনপ্রতিনিধিরা কাজ করতে আগ্রহ পাচ্ছেন। এখানকার সাংবাদিকরা রাজনৈতিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করছেন।

বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়ের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার প্রথম মেয়র মো: আব্দুস শুকুর, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, সুজন সভাপতি এডভোকেট মো: আমান উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি এনায়েত হোসেন সোহেল ও ক্রীড়া সম্পাদক শিপার আহমদ পলাশ।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক আক্তার হোসেন অনিক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাসুম আহমদ, ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মারুফ আহমদ, প্রেসক্লাব সদস্য আবুল হাসান, জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও প্রেসক্লাব সদস্য এম এ ওমর,বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট এর সভাপতি, জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ও প্রেসক্লাব সদস্য সাদিক হোসেন এপলু ও স্পর্শ সোশ্যাল মিডিয়ার সভাপতি সাইফুর রহমান সাইফ।

 

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাত্র জমিয়ত উপজেলা শাখার সভাপতি হাফিজ আব্দুল্লাহ। গীতা পাঠ করেন কুড়ার বাজার কলেজের প্রভাষক বিজিত আচার্য।

 

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদীচির সাবেক আহবায়ক সরওয়ার হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা আব্দুল হাছিব খোকন, শিক্ষক লুৎফুর রহমান চৌধুরী ফাহিম, সমাজসেবক সামছুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি শাহজাহান সিদ্দিক, প্রেসক্লাব সহ-সভাপতি হাসান শাহরিয়ার, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, সদস্য জসীম উদ্দিন, সদস্য সামিয়ান হাসান, সদস্য মিছবাহ উদ্দিন, সদস্য বেলাল আহমদ, সদস্য রুহেল আহমদ, সদস্য আমিনুল হক দিলু, সদস্য ইমাম হাসনাত সাজু, জার্নালিস্ট এসোসিয়েশনের কর্মকর্তা মাকসুদ মনি, প্রেসক্লাব সদস্য আহমদ এহসানুল কাদির, এইচকে মিডিয়ার মুমিনুর রহমান রিপন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাহিদুর রহমান, পৌর আওয়ামীলীগ নেতা আহমদ জাকারিয়া, সমাসসেবক ওমর হোসেন, আগামী প্রজন্ম পত্রিকার হাফিজুর রহমান তামিম, সংস্কৃতি সংগঠক মোস্তফা আহমদ, সংবাদপত্র হকার্স লীগের সভাপতি জুবের আহমদ, সংবাদপত্র হকার সুমন আহমদ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর