1. admin@sylhetbhumi24.com : admin :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার বর্ণাঢ্য আয়োজনে ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২৫ বছর পূর্তি উদযাপন____ শ্রীমঙ্গল হযরত শাহজালাল (র:) কেজি স্কুলের মিলাদ মাহফিল মৌলভীবাজার ২টি আসনে ২জনের স্থগিত ও ১ জনের বাতিল শ্রীমঙ্গলে জগন্নাথ সেবা সংঘের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান শ্রীমঙ্গল বাইক্কাবিলে অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ মৌলভীবাজারে ডিবির অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২ ঠান্ডা কম পড়ায় জমে উঠেনি শ্রীমঙ্গলে শীতের কাপড় বেচা-বিক্রি বিশ্ব উদ্যোক্তা দিবসে শ্রীমঙ্গলে উদ্যোক্তাদের পিঠা মেলা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য বৃন্দের সাথে মতবিনিময় করেন ডাঃ দুলাল

সিলেট ভূমি ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৮০ বার পঠিত

 

এ এ রানা::
দক্ষিণ সুরমা প্রেসক্লাবে মতবিনিময় করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

মতবিনিময়কালে ডা. দুলাল বলেন, বর্তমান সরকারের আমলে দেশে আশানুরূপ উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে আমি নির্বাচন করতে চাই। এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।

ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সদস্যদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
স্বাস্থ্যক্ষেত্রে সিলেট-৩ কে আরও আধুনিক ও মানসম্মত করতে ব্যাপক পরিকল্পনা করা হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারি স্বাস্থ্য অবকাঠামো সমূহের মাধ্যমে জনগনের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাতৃ ও শিশুস্বাস্থ্য, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, পরিবার পরিকল্পনা সেবা, কমিউনিটি ক্লিনিক সেবা, উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সমূহের আধুনিকায়ন, সেবার মান ও জনবল বৃদ্ধি করতে আমি সচেষ্ট থাকবো।

দক্ষিণ সুরমার উন্নয়নে সাবেক এমপি আলহাজ মাহমুদ উস সামাদ চৌধুরীর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে ডা. দুলাল বলেন, বিগত ৩ টার্মে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এরপরও এই নির্বাচনী এলাকায় বেশ কিছু উন্নয়ন প্রকল্প অসমাপ্ত রয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ পুণরায় ক্ষমতায় গেলে জনগণের সেসব আকাঙ্খার সফল বাস্তবায়ন সম্ভব হবে।

শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ এই তিন ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে আমি কাজ করে যাবো। সর্বোপরি যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিকায়ন করে জনগণের চলাচলে ব্যবস্থাকে প্রসারিত করবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোগলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলুল করিম হেলাল, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা রাসেল আহমদ চৌধুরী। মতবিনিময় সভায় দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর