1. admin@sylhetbhumi24.com : admin :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার বর্ণাঢ্য আয়োজনে ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২৫ বছর পূর্তি উদযাপন____ শ্রীমঙ্গল হযরত শাহজালাল (র:) কেজি স্কুলের মিলাদ মাহফিল মৌলভীবাজার ২টি আসনে ২জনের স্থগিত ও ১ জনের বাতিল শ্রীমঙ্গলে জগন্নাথ সেবা সংঘের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান শ্রীমঙ্গল বাইক্কাবিলে অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ মৌলভীবাজারে ডিবির অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২ ঠান্ডা কম পড়ায় জমে উঠেনি শ্রীমঙ্গলে শীতের কাপড় বেচা-বিক্রি বিশ্ব উদ্যোক্তা দিবসে শ্রীমঙ্গলে উদ্যোক্তাদের পিঠা মেলা

দক্ষিণ সুরমায় কীনব্রিজের নীচে আবারও শুরু জুয়ার প্রতারণা, পুলিশ নীরব গুড়িয়ে দিলেন কাউন্সিলর

সিলেট ভূমি ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩ বার পঠিত

এ এ রানা::
সিলেটের ব্রিটিশ আমলের তৈরি কীনব্রিজের সৌন্দর্য বৃদ্ধি করতে সিলেট সিটি কর্পোরেশনের মাধ্যমে ব্রিজের নীচে উত্তর ও দক্ষিণ পাশ সংস্কার করে মিনি পার্ক বানিয়েছেন। যাতে সিলেটের মানুষ বিকেলবেলা সুরমা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারে। নগরীর মানুষ সারা দিনের কর্মব্যস্ত কাজ শেষে প্রতিদিন বিকালে কীনব্রিজের উভয় পাশে শতশত লোক বসে নদীর ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে বন্ধু – বান্ধব নিয়ে গল্প গুজব ও আড্ডা দিয়ে সময় কাটান। আবার অনেকেই শহরের বন্ধী জীবন থেকে পরিত্রাণ পেতে পরিবার নিয়ে ঘুরতে যান, সময় কাটান। এরকম একটি জনবহুল ও মিনি পার্ককে একটি অপরাধী চক্র জুয়া এবং মাদকের আস্তানা বানিয়ে ফেলেছে। বিশেষ করে নগরবাসীর একমাত্র কোলাহলময় পার্ক যেখানে বিকালবেলা পায়ে হেটে চলার নয়নাভিরাম সৌন্দর্যময় স্থানটিকে অপরাধীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করছে।

কীনব্রিজের নীচে দক্ষিন পাশে এখন আর মানুষ নদীর টান্ডা হাওয়া খেতে সেখানে যায়না। কারণ ঐ সৌন্দর্যময় স্থানে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্ষন্ত প্রকাশ্যে দিবালোকে পুলিশের সামনেই চলে তিনতাস/টু তাস নামক জুয়ার প্রতারণা। এছাড়া দুপুর দুইটা থেকে মধ্যেরাত পর্যন্ত চলে জান্ডু-মুন্ডু ও শীলং তীর নামক জুয়ার আসর। মানুষের অবসর সময় কাটানোর মিনি পার্কটিতে প্রকাশ্যে দিবালোকে রমরমা জুয়ার প্রতারণা চল্লেও পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ? তাই দক্ষিণ সুরমার মানুষ এখন আর সুরমা নদীর ঠান্ডা হাওয়া খেতে কীনব্রিজের নীচে যায়না। এখন সেখানে জুয়ারীদের প্রতারণার
নিরাপদ আস্তানা।

প্রতিদিন জুয়ারীরা এই আস্তানায় সাধারণ মানুষদের প্রতারণার ফাদেঁ ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে একদিকে বাড়ছে অপরাধমূলক কর্মকান্ড, অন্যদিকে বাড়ছে সামাজিক অস্তিরতা।
সিলেটের দক্ষিণ সুরমার জুয়া ও মাদক নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করছে হলি সিলেট। গত ২সেপ্টেম্বর “জুয়ার ছবি তুলতে সংবাদকর্মীকে বাঁধা শিরোনামে” হলি সিলেট” অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশের পর পুলিশ কীনব্রিজের নীচের জুয়ার বোর্ড গুড়িয়ে দেয়।

কীনব্রিজের নীচের জুয়া বন্ধ হওয়ায় স্থানীয় আশ পাশের ব্যবসায়ীরা তাদের সন্তুষ্টির কথা জানান এই প্রতিবেদককে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বলেন কীনব্রিজ বন্ধ থাকায় মানুষ খেয়া দিয়ে চলাফেরা করে এই সুযোগে জুয়ারীরা প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে একেবারে বন্ধ থাকার নির্দেশনা আসলেও মাত্র কিছুদিন বন্ধ থাকার পর ১৪ সেপ্টেম্বর আবার কীনব্রিজের নীচে শুরু হয় জুয়ার প্রতারণা। বিষয়টি জানতে পেরে” হলি সিলেট”র প্রতিবেদক কদমতলী টার্মিনাল ফাঁড়ির আইসির সাথে মুঠোফোনে যোগাযোগ করে জুয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সাংবাদিকরা বলেছে জুয়ার বোর্ড চালাতে। সাংবাদিকদের এমন এখতিয়ার আছে কিনা জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি। পরে ঐ প্রতিবেদক স্থানীয় কাউন্সিলর কে জুয়ার বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক উপস্থিত হয়ে জুয়ার বোর্ড গুড়িয়ে দেন।

এব্যপারে স্থানীয় কাউন্সিলর ও প্যানেল মেয়র তৌফিক বক্স লিপনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন জুয়ার ব্যপারে জিরোটলারেন্স নীতি গ্রহন করা হয়েছে, দক্ষিন সুরমায় কোথাও জুয়া চলবেনা। যেখানে জুয়ার খবর পাওয়া যাবে সেখানে তাৎক্ষণিক অভিযান দিয়ে গুড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য গত ২ সেপ্টেম্বর বিকালে সরেজমিন পরিদর্শন করে এবং স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, পুলিশের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই চলে জুয়ার রমরমা ব্যবসা। সম্প্রতি সাপ্তাহিক হলি সিলেটের প্রতিবেদক বিকাল ৪ টার সময় উত্তর সুরমা থেকে খেয়া পার হয়ে দক্ষিণ সুরমা যাওয়ার সময় কীনব্রিজের নীচে উৎসুক জনতার ভীড় দেখে ছবি তুলতে গেলে জুয়ারী আখতার, নজরুল, কামাল, আকাশ ও মন্নান ঐ প্রতিবেদককে ঘিরে ফেলে এসময় কীনব্রিজের গোড়ায় দায়িত্ব পালনরত পুলিশ বসে চা খেলেও কিজন্য বিশৃঙ্খলার সৃষ্টি হলো তা না জেনে তাদেরকে দূরে সড়িয়ে দেন।
পরে হলি সিলেটের প্রতিনিধিদল জুয়ারীদের রুদ্রমূর্তি দেখে নিজের নিরাপত্তার জন্য তাদের চাপে মোবাইলে ধারনকরা কিছু ছবি ডিলিট করে দিয়ে তাদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করেন।
তাদের কাছ থেকে মুক্ত হয়ে দক্ষিণ সুরমা থানার কদমতলী ফাড়িঁর ইনচার্জ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঐ প্রতিবেদককে বলেন আমি ছিনতাকারী আসামী নিয়ে ব্যস্ত। আপনি উধ্বর্তন কর্মকর্তাদের সাথে কথা বলেন, আমি কিছু করতে পারবোনা। কিছুক্ষণ পরে আবার বলেন আমি ডিউটি পুলিশকে পাঠাচ্ছি আপনি থাকেন আর কাউকে ফোন দেয়া লাগবে না । এর পর ঐ প্রতিবেদক পুলিশের জন্য এক ঘন্টা বসে থাকলেও ডিউটি পুলিশ আর আসেনি। পরে তিনি স্থানীয় দের সহযোগিতায় নিরাপদে বাসায় চলে যান।

খোঁজ নিয়ে জানা যায়, কীন ব্রিজের উন্নয়ন কাজ করতে দুই মাসের জন্য ব্রিজে মানুষ ও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ব্রিজ বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ ব্রিজের নিচ দিয়ে খেয়া পার হয়ে উত্তর ও দক্ষিণ সুরমায় যাতায়াত করেন।

এই সুযোগে জুয়ারী চক্র কীন ব্রিজের নিচে জান্ডু মান্ডু, তিন তাস ও শিলং তীর নামক জুয়ার আসর বসিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
বিভিন্ন অঞ্চল থেকে
দক্ষিণ সুরমা হয়ে সিলেটে বিভিন্ন জরুরি কাজে আসা সাধারণ মানুষ তাদের ক্ষপ্পরে পরে নির্দিষ্ট কাজ না করেই জুয়ার লোভে পরে সবকিছু হারিয়ে খালি হাতে বাসায় ফিরে। ফলে প্রতারিত সাধারণ মানুষ বাড়িতে গিয়ে তার কাজের টাকা জোগাড় করতে জড়িয়ে পরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। তাই পরিবারে বাড়ছে অশান্তি সমাজে বাড়ছে অবক্ষয় ও বিশৃঙ্খলা।

খোঁজ নিয়ে আরো জানা যায়, প্রতিদিন দুপুর দুইটা থেকে মধ্যেরাত পর্যন্ত চলে তাদের অবৈধ জুয়ার রমরমা ব্যবসা।

ইতিমধ্যে দক্ষিণ সুৱমা নগরবাসীর কাছে জুয়ার বাজার হিসেবে পরিচিতি পেয়েছে। কীন ব্রিজের দক্ষিণ পাস মহানগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকার একটি। সেই কীন ব্রিজের নিচে প্রকাশ্যে দিবালোকে পুলিশকে ম্যানেজ করে শীলং তীর, তিনতাস, জান্ডু মান্ডু নামক জুয়ার আসর বসিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে জুয়ারী চক্র । স্থানীয় থানা পুলিশ এসব এ ব্যবসার খবরাখবর জানলেও অদৃশ্য কারণে তারা নিরব ভূমিকা পালন করছে। স্থানীয়রা এই প্রতিবেদককে পুলিশের বিরোদ্ধে অভিযোগ করে বলেন, কীনব্রিজের নীচের বোর্ড থেকে পুলিশ দৈনিক মোটা অংকের চাঁদা পায় তাই তারা নিরব ভূমিকা পালন করে।

উল্লেখ্য কিছুদিন আগে হলি সিলেটে জুয়ার সংবাদ প্রকাশের পর ২১ জুলাই দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে আটক করে।এরপর দক্ষিণ সুরমায় সপ্তাহখানেক জুয়াৱ সকল বোর্ড বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে।

পুলিশের পক্ষ থেকে মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে প্রতারিত নিম্ম আয়ের মানুষকে আটক করলেও বোর্ড মালিকরা সব সময় থেকে যায় ধরাছোঁয়ার বাইরে, ফলে জুয়ার ব্যবসা বন্ধ করা যাচ্ছে না।

উত্তর সুরমা এবং দক্ষিণ সুরমার মিলন স্থল কদমতলী টার্মিনাল সংলগ্ন ক্নীন ব্রিজের আশপাশ যেন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বিশেষ করে মাদক, জুয়া,দেহ ব্যবসা, সবই চলে নিয়মিত।

এসব অপকর্ম পুলিশের সামনে কিভাবে সম্ভব সেই প্রশ্ন স্থানীয়দের। তারা বলেন প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার কারণে দিন দিন দক্ষিণ সুরমায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। এসব জুয়ার ব্যবসার ফাঁকে দেদারছে চলে মদ, গাঁজা, ইয়াবা সেবন ও বিক্রি।
(চলবে)……………….. আগামী পর্বে প্রত্যেক জুয়ারীকে নিয়ে থাকবে বিশেষণ প্রতিবেদন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর