1. admin@sylhetbhumi24.com : admin :
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ভাগনী-ভাগিনার শেষ পরীক্ষার আনন্দে স্কুলে হাতি নিয়ে হাজির মামা শ্রীমঙ্গলে শুরু হয়েছে সাংবাদিক বিকুল চক্রবর্তীর মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনী কমলগঞ্জে নৌকা মার্কার সমর্থনে যুবলীগের বর্ধিত সভা মোমবাতি প্রজ্বলন করে একাত্তরের বীর শহীদদের স্মরণ মৌলভীবাজার ও রাজনগরকে ডিজিটালে রূপান্তর করবেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের ৬ ডিসেম্বর হানাদারমুক্ত হয় মৌলভীবাজারের ৪ উপজেলা শ্রীমঙ্গলে আবাসিক হোটেলে হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার বর্ণাঢ্য আয়োজনে ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২৫ বছর পূর্তি উদযাপন____

কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু’র জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ আড্ডা

সিলেট ভূমি ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১২৯ বার পঠিত

বিয়ানীবাজার প্রতিনিধি:জন্মদিনে আনন্দ আড্ডা’র ফুলের শুভেচ্ছায় সিক্ত সিলেটের শিক্ষানবিশ আইনজীবী,বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট এর সভাপতি,কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর জীবন সদস্য, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন এর সিনিয়র-সহসভাপতি ও প্রেসক্লাবের সদস্য, তরুণ লেখক প্রতিবাদী
কবি,সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সংগঠক সাদিক হোসেন এপলু।অগনিত ভক্ত অনুরাগীদের ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় জন্মবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার প্রেসক্লাব ও জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে গতকাল সন্ধ্যায় বিয়ানীবাজার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এক আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বিয়ানীবাজার প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ এর সভাপতিত্বে আনন্দ আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রোটারিয়ান আলাল উদ্দিন।বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন এর সহ-সভাপতি, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি সামিয়ান হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি এডভোকেট আবুল কাশেম, বিয়ানীবাজার উর্দীচী শিল্পীগোষ্টী সভাপতি সরওয়ার হোসেন,বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মুহাম্মদ জয়নুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়, সিনিয়র সদস্য আবুল হাসান, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি এম.এ ওমর, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু,
সিলেট বিভাগীয় কমিটি
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ইসলামিক ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বুলবুল, পৌর আওয়ামী লীগ নেতা আবুল হোসেন খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি শাহাজাহান সিদ্দিক প্রমুখ।
এছাড়া ও সাংবাদিক সাংস্কৃতিকর্মী সাহিত্য কর্মী কবি লেখক শিল্পীসহ নানা পেশার শুভাকাঙ্ক্ষী তরুণ লেখক প্রতিবাদী কবি, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সংগঠক (শিক্ষানবিশ আইনজীবী) জন্মদিনের অনুভূতি ছিল জন্মদিনে সর্বশক্তিমান করুণাময়ের সর্বজমন আর্শীবাদ কামনা করেন। নৈতিক চর্চায় সবার দৃষ্টান্ত হয়ে থাক এই প্রত্যাশা রইলো।
এই সময় কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু বলেন, জন্মবার্ষিকী পালনের মধ্য দিয়ে বয়স বাড়ে। আর বয়স বাড়ার সাথে জীবনের শেষ সময়ের কথা মনে পড়ে। যৌবনের এই সময়ে সাধারণ মানুষের জন্য যাতে কাজ করতে পারেন, তার জন্য দোয়া কামনা করেন তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর